সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিটিসিএলের এমডিসহ কর্মকর্তারা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

কর্মচারীদের ৩০০ মাসের গ্র্যাচুইটি (আনুতোষিক) দেওয়াসহ বিভিন্ন দাবিতে গতকাল বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এমডি ও ডিএমডিসহ ঊধ্র্বতন কর্মকর্তাদের ৫ ঘণ্টার বেশি অবরুদ্ধ করে রাখেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা অবরুদ্ধ ছিলেন।

জানা গেছে, বিকাল ৪টায় অফিস ছুটির পর ইস্কাটনের প্রধান কার্যালয়ের গেট বন্ধ করে শুয়ে পড়েন আন্দোলনরত কর্মচারীরা। ফলে বারবার চেষ্টা করেও অফিস থেকে বের হতে পারেননি কর্মকর্তারা। আন্দোলনরত কর্মচারী নেতা রফিকুল ইসলাম ফোনে জানান, কর্মচারীদের ৩০০ মাসের গ্র্যাচুইটি (আনুতোষিক) দেওয়াসহ পাঁচ দফা দাবিতে তারা ২২ দিন ধরে আন্দোলন করছেন। তাদের সঙ্গে আলোচনার পর দাবি পূরণ না হওয়ায় তারা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর