মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গদখালী থেকে সারা দেশে গেছে ৪০ লাখ গোলাপ

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন

সাইফুল ইসলাম, যশোর

গদখালী থেকে সারা দেশে গেছে ৪০ লাখ গোলাপ

বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনকে কেন্দ্র করে যশোরের গদখালী ফুলের বাজার জমজমাট। খুব ভোরেই কেউ সাইকেলে-মোটরসাইকেলে, কেউ ভ্যানে করে নানা জাতের ফুল নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে গদখালী পাইকারি ফুলের বাজারে হাজির হচ্ছেন -বাংলাদেশ প্রতিদিন

জ্বালানি তেলের দাম বাড়ায় সেচ ও পরিবহন ব্যয় বেড়েছে। বেড়েছে বীজ, কীটনাশকসহ অন্য খরচও। তাই ফুলের রাজ্য খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এবার গোলাপসহ রংবেরঙের দেশি-বিদেশি ফুলের দামটাও বেশ চড়া। তাই বলে ফুলের চাহিদার কোনো কমতি নেই। গদখালীতে ফুলের পাইকারি হাটে গত পাঁচ দিনে অন্তত ২৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমিতি সূত্রে জানা গেছে। এর মধ্যে রেকর্ড দামে বিক্রি হয়েছে ৪০ লাখ গোলাপ। ১২ ফেব্রুয়ারি এক একেকটি গোলাপের দাম ওঠে ২০ থেকে ২২ টাকা পর্যন্ত। তবে পরদিন অর্থাৎ গতকাল প্রতি পিস গোলাপ বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকা। উৎপাদন খরচ বাড়লেও ভালো দামে বিক্রি করতে পারায় গদখালীর ফুল চাষিদের মুখের হাসি এখন বেশ চওড়া। যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুর রহিম জানান, গত পাঁচ দিনে গদখালী থেকে প্রায় ৪০ লাখ পিস গোলাপ কিনেছেন দেশের বিভিন্ন স্থানের ফুল ব্যবসায়ীরা, যার মূল্য প্রায় ৫ কোটি টাকা। গদখালী ইউনিয়নের নীলকণ্ঠনগরের ফুল চাষি আবুল হোসেন বলেন, কাঁচা ফুলের উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যা যা দরকার, সবকিছুতে খরচ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর