বাঞ্ছারামপুরে বসুন্ধরা গ্রুপের আর্থিক সহায়তায় আবার মিডডে টিফিন বিতরণ হয়েছে। উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দুর্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে টিফিন বিতরণ করা হয়। প্রত্যেক ছাত্রছাত্রীর টিফিন বাবদ বরাদ্দ ২৫ টাকা। টিফিনের মধ্যে দেওয়া হয় বিস্কুট, শিঙাড়া, ডিম, পাউরুটি, কলা, সমুচা, আপেল, কমলাসহ বিভিন্ন ফলমূল। মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন এ মিডডে টিফিন বিতরণ বন্ধ ছিল। টিফিন পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণির মোহাম্মদ ইব্রাহিম জানায়, ‘আমার বাবা অটোচালক। ভালো খাবারের ব্যবস্থা থাকে না। বসুন্ধরার টিফিন খেয়ে সারা দিন পড়ব আর পড়ব। বসুন্ধরা গ্রুপের মালিকপক্ষের সবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি।’ তৃতীয় শ্রেণির ছাত্র রাহাত মিয়া বলে, ‘দুপুরে এই টিফিন দেয় বলে বিকালের ক্লাসগুলোতে আর খিদার জ্বলা পুহাতে হবে না। বসুন্ধরার টিফিন দেওয়ায় আমাদের সকলের জন্য অনেক ভালো হয়েছে। বসুন্ধরার মালিকদের লাগি দোয়া করি।’ প্রধান শিক্ষিকা আকলিমা আক্তার বলেন, ‘টিফিনের জন্য করোনার আগে শতভাগ উপস্থিতি ছিল এবং শতভাগ পাস করত। এ টিফিন পুনরায় চালু করায় আবার উপস্থিতি শতভাগ হবে এবং মেধা বিকাশের মাধ্যমে শতভাগ পাস করবে।
দুর্গারামপুরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান স্যারের মতো একজন জন্ম নিয়েছিলেন বলেই আমরা এ সুবিধা পাচ্ছি। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের সৌরভ। আমরা স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’ এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, ব্যবস্থাপক মোশারফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, প্রকৌশলী শফিকুল ইসলাম, বাছির মিয়া প্রমুখ।