শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রমজানে বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবে ১ কোটি পরিবার

নিজস্ব প্রতিবেদক

আগামী রমজানে ১ কোটি হতদরিদ্র পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী রমজানে মানুষ অন্তত চালের জন্য বিব্রতকর অবস্থায় পড়বে বলে মনে করি না। পাশাপাশি বেসরকারি আমদানিও খোলা রয়েছে। দেশেও প্রচুর চালের মজুদ আছে। সরকারি মজুদও প্রচুর। স্বাধীনতার পর থেকে এখন আমাদের মজুদ সবচেয়ে বেশি। ১৫ ফেব্রুয়ারির তথ্যানুযায়ী ২০ লাখ ৩৩ হাজার টন সরকারি খাদ্যশস্য মজুদ রয়েছে। মন্ত্রী বলেন, আগামী মার্চ থেকে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল পাবে। মার্চ, এপ্রিল, মে এবং সেপ্টেম্বর ও অক্টোবর- এ পাঁচ মাস খাদ্যবান্ধব কর্মসূচি চলবে। ওএমএসে আটার বরাদ্দ বাড়ানো হচ্ছে বলেও জানান খাদ্যমন্ত্রী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর