বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, নিজ দেশেই আমাদের বাকস্বাধীনতা আজ হুমকির মুখে। আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে কেড়ে নেওয়া হয়েছে। মিছিল-মিটিং করতে গেলেই পুলিশের অনুমতি নিতে হয়, সরকারি দলের নেতা-কর্মীদের হামলার শিকার হতে হয়। এটা ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। গতকাল ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। নূর বলেন, ভাষা শহীদদের ত্যাগ এবং সংগ্রামের মধ্য দিয়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন ভূখন্ড পেয়েছি তার মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা।
যেখানে নাগরিকরা মর্যাদার সঙ্গে বাস করবে। বাক এবং ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে। এ সময় দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হাসান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব প্রমুখ উপস্থিত ছিলেন।