বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে আজ থেকে ১৩ কোম্পানির বাসে ই-টিকিটিং

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরীতে তৃতীয় পর্যায়ে তুরাগ-ভিক্টরসহ ১৩টি পরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আজ ১ মার্চ থেকে এই ১৩টি পরিবহনের ৯৪৭টি বাসের যাত্রীরা ই-টিকিটিং সুবিধা পাবেন। গতকাল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। নতুন চালু হতে যাওয়া অন্য বাস কোম্পানিগুলো হচ্ছে- আকাশ এন্টারপ্রাইজ (সদরঘাট-ধউর); ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি (সদরঘাট-ধউর); ৬নং মতিঝিল-বনানী ট্রান্সপোর্ট (কমলাপুর-নতুনবাজার); গ্রিন অনাবিল পরিবহন (সাইনবোর্ড-গাজীপুর); গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট (যাত্রাবাড়ী-টঙ্গী স্টেশন রোড); অনাবিল সুপার (সাইনবোর্ড-গাজীপুর); রাইদা এন্টারপ্রাইজ (পোস্তগোলা-ধউর) আসমানী পরিবহন (মদনপুর-আবদুল্লাহপুর); সময় ট্রান্সপোর্ট (গুলিস্তান-কাঁচপুর); বৈশাখী পরিবহন (সাভার-নতুনবাজার); রইছ পরিবহন (সাভার নতুনবাজার); এয়ারপোর্ট- বঙ্গবন্ধু এভিনিউ মিনিবাস মালিক সমিতি (কদমতলী-আবদুল্লাহপুর) এবং মঞ্জিল এক্সপ্রেস (কাঁচপুর-ধউর)।

সর্বশেষ খবর