শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নতুন নেতৃত্বে খুলনা জাপা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পাঁচবার আহ্বায়ক কমিটি পরিবর্তন করেও খুলনায় নেতা-কর্মীদের সংগঠিত করতে পারেনি মহানগর জাতীয় পার্টি। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক সম্মেলনের মাধ্যমে এবার নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে।

মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মহানন্দ সরকার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল মামুন। একইভাবে সম্মেলনে জেলা সভাপতি হিসেবে শফিকুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক পদে এম হাদিউজ্জামানকে নির্বাচিত করা হয়েছে। গতকাল নগরীর ডাকবাংলা মোড়ে দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। সম্মেলন উদ্বোধন করেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা। সম্মেলনে মহাসচিব এককভাবে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়ে তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। 

জানা যায়, ২০১৫ সালে খুলনা মহানগর ও ২০১৮ সালে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর কমিটি গঠনের একাধিক উদ্যোগ নেওয়া হলেও অভ্যন্তরীণ বিরোধে তা সম্ভব হয়নি। মহানগর জাপার নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মহানন্দ সরকার বলেন, আমরা নতুনভাবে খুলনায় সংগঠন সাজাতে চাই। মহানগর সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, সংসদ নির্বাচনকে টার্গেট করে সংগঠন ঢেলে সাজানো হচ্ছে। জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, খুলনা বিভাগে ৩৬টি সংসদীয় আসনে প্রতিটিতে জাতীয় পার্টির ৩০-৪০ হাজার ভোট আছে। সুষ্ঠু একক নির্বাচন হলে খুলনা বিভাগ থেকে ৪/৫টি আসনে জাতীয় পার্টি বেরিয়ে আসতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর