বরিশাল নগরীর রূপাতলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে বাসমালিক সমিতির কর্মচারীদের বিরুদ্ধে। গতকাল সকাল ১০টার দিকে বাসটার্মিনাল এলাকায় অটোরিকশা রাখতে না দেওয়াকে কেন্দ্র করে দুই অটোরিকশা শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধরের জের ধরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি হয়। এ সময় অটোশ্রমিকরা রূপাতলী টার্মিনালের মূল সড়ক অবরোধ করে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শ্রমিকরা জানায়, সকালে রূপাতলী টার্মিনালের পাশে অটোরিকশা রাখা নিয়ে অটোশ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধর করে বাসমালিক সমিতির কর্মচারীরা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে বেলা ১১টার দিকে রূপাতলীর মূল সড়ক অবরোধ করে অটোরিকশা শ্রমিকরা। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। বৈঠকে বাসমালিক সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলে পরিস্থিতি শান্ত হয়।