বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ব্যস্ত সড়কের পাশ থেকে ১০ ড্রাম তেল চুরি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে ২ হাজার লিটার ভোজ্য তেল ডাকাতির ঘটনা ঘটে। গতকাল ভোর ৪ টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশ থেকে তিনটি দোকানের ২০০ লিটারের ১০টি তেলের ড্রাম পিকআপ ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতরা। এর মধ্যে সাত ড্রাম সোয়াবিন ও তিন ড্রাম সরিষার তেল। বাজারের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ভোর ৪ টার দিকে একটি পিকআপ গাড়িতে করে ৮-১০ জন আসেন বানেশ্বর মসজিদ মার্কেটের সামনে। এরপর তারা সাগর সৈকত স্টোর নামের একটি দোকানের সামনে থেকে পাঁচ ড্রাম (১ হাজার ১০ লিটার), আল আমিন স্টোরে ১ ড্রাম সরিষার (২১০ লিটার) এবং খাদ্য ভাণ্ডার থেকে ৪ ড্রাম (৮০০ লিটার) তেল পিকআপে তুলে নিয়ে যায়। ভোর ৪ টা ৭ মিনিট থেকে ৪ টা ১১ মিনিট এই ৪ মিনিটের মধ্যে তারা ১০ ড্রাম তেল গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এ সময় রাজশাহী-ঢাকা মহাসড়কে গাড়ি যাতায়াত ছিল। বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি যুবায়ের মণ্ডল বলেন, ‘আমরা তেলের ব্যারেল চুরির একটি লিখিত অভিযোগ পেয়ে থানায় খবরও দিয়েছি। পরে পুলিশ এসে তদন্ত শুরু করেছে।’ পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, তেল চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এ ছাড়াও বাজারের দুই নৈশপ্রহরীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর