শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সিলেট মহানগর বিএনপিতে আসছে নতুন নেতৃত্ব

সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রায় ছয় বছর পর নতুন নেতৃত্ব পাচ্ছে সিলেট মহানগর বিএনপি। আজ মহানগরের রেজিস্ট্রারি মাঠে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলরদের ভোটে শীর্ষ তিন পদ- সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল পৌনে ১০টায়, চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরে দ্বিতীয় অধিবেশনে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কাউন্সিল। মহানগর বিএনপি সূত্র জানিয়েছে, শীর্ষ তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আট নেতা। এই তিন নেতা নির্বাচন করবেন মহানগর বিএনপির আওতাধীন ২৭টি ওয়ার্ডের মধ্য থেকে প্রতি ওয়ার্ডের ৭১ জন করে ভোটার (কাউন্সিলর)। সব মিলিয়ে ভোটার রয়েছেন ১ হাজার ৯১৭ জন। এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী। আর সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ। কাউন্সিলের আগে অনুষ্ঠিত হবে সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর