শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাড়ছে নিরাপত্তা প্রবেশেও কড়াকড়ি

চট্টগ্রাম সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একটি বড় প্রকল্পের পরিচালককে মারধর করে বিনা বাধায় বের হয়ে যায় হামলাকারীরা। এরপর প্রতিষ্ঠানটির নিরাপত্তা ঘাটতির বিষয়টি সামনে আসে। এ নিয়ে শুরু হয় কড়া সমালোচনা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ও চসিকের কাছে ব্যাখ্যা তলব করে। চসিক এবার সংস্থাটিতে প্রবেশে কড়াকড়ি আরোপ শুরু করছে। চসিকের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে প্রধান কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে শুরু করেছে প্রক্রিয়া।  জানা যায়, আগে চসিকের প্রধান কার্যালয়ে ইচ্ছামতো প্রবেশ করা যেত। কিন্তু এখন আর তা পারা যাচ্ছে না। এখন থেকে চসিকে প্রবেশ করতে হলে মূল ফটকে নিবন্ধন খাতায় নাম লিপিবদ্ধ করে কার কাছে, কেন, কোন দফতরে যাবে, তা উল্লেখ করতে হচ্ছে। এ ছাড়া চসিকের তিন প্রবেশ পথে বসানো হবে বন্দরের আদলে ‘আর্চওয়ে গেট ও ট্রান্সটিল গেট ফর এক্সেস কন্ট্রোল সলিউশন’ নামের তিনটি গেট। এ ব্যাপারে ক্রয় প্রক্রিয়াও শুরু হয়েছে। চসিকের প্রোগ্রামার মোহাম্মদ ইকবাল হাসান বলেন, চসিকের নিরাপত্তার স্বার্থে এখন থেকে নিবন্ধন করে প্রবেশ করতে হবে।

ইতোমধ্যে তা কার্যকর করা শুরু হয়েছে। এ ছাড়া বন্দরের মতো করে ‘আর্চওয়ে গেট ও ট্রান্সটিল গেট ফর এক্সেস কন্ট্রোল সলিউশন’ নামের তিনটি গেট বসানোর সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে বরাদ্দ নির্ধারণসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল দুপুরে নিবন্ধন খাতায় নাম লিখে প্রবেশ করতে দেখা যায়।   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর