বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নারায়ণগঞ্জ সিটিতে পরিচ্ছন্নতা কর্মীদের ‘অবস্থান’ পালন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পরিচ্ছন্নতা কর্মীরা ছয় দফা দাবিতে তাদের আন্দোলন পর্যায়ে গতকাল দুপুরে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অবরোধের চেষ্টা করেন। এ সময় তারা নাসিকের প্রধান ফটক থেকে ভিতরে ও নাসিকের ব্যবহৃত গাড়িগুলোতে আবর্জনা ছুড়লে মেয়র ক্ষুব্ধ হয়ে বলেন, এটা কোন ধরনের আচরণ? পরিচ্ছন্নতা কর্মীরা তখন মেয়রের সামনেই হইচই শুরু করেন। মেয়র আইভী তাঁর অফিস কক্ষ থেকে বের হয়ে এসে বলেন, এখানে সবার বেতন তিন মাস আগে বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তহবিল না থাকায় আমরা কারও টাকা দিতে পারি নাই। ৮ হাজার টাকা হয়েছে বেতন এবং বাসা ভাড়া ৫ হাজার। আমার বিরুদ্ধে আন্দোলন করেন সমস্যা নাই, অবরুদ্ধ করেন, স্লোগান দিন, কিন্তু ময়লা ফেলার মতো দুঃসাহস কীভাবে দেখান! উল্লেখ্য, ছয় দফা দাবি আদায়ে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন পরিচ্ছন্নতা কর্মীরা।

সর্বশেষ খবর