শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নারায়ণগঞ্জকে সাজাতে চাই নববধূর সাজে

শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান বলেছেন, তিনি বঙ্গবন্ধুকন্যার সৈনিক হিসেবে সারা জীবন কাজ করতে চান। তিনি বলেন, নারায়ণগঞ্জকে সাজাতে চাই নববধূর সাজে- এটাই আমার স্বপ্ন। শামীম ওসমান গতকাল সন্ধ্যায় গোদনাইলে লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চবিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও এ বিদ্যালয়ের সভাপতি সালমা ওসমান লিপি। শামীম ওসমান বলেন, আপনারা জেনে খুশি হবেন আমরা ডিএনডি প্রজেক্ট করেছি। ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড দেশের সবচেয়ে সুন্দর রোড হয়েছে। আমি চাইনি কিন্তু এটার নাম আমার মায়ের নামে দেওয়া হয়েছে। আমার বড় ভাইয়ের নামে সেতু দিয়েছেন। আমরা দিতে বলিনি, আমাদের বলতে হয় না। আমরা মানুষের ভালোবাসা চাই। বঙ্গবন্ধুকন্যার সৈনিক হিসেবে কাজ করতে চাই। নারায়ণগঞ্জ উন্নয়নে বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়নের বর্ণনা দিয়ে শামীম ওসমান বলেন, ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। শুরু হবে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং শেখ কামাল আইটি ইনস্টিটিউটের কাজ।

সক্রিয় কুচক্রীদের প্রসঙ্গে তিনি বলেন, তারা নারায়ণগঞ্জে পুলিশকে আক্রমণ করল। বিএনপির সমাবেশে তারা পুলিশকে আক্রমণ করে। পুলিশ প্রতিরোধ করেছিল। সে সময় একটা ছেলে মারা যায়। আরেকটা গ্রুপ আছে ড্রাগসের ব্যবসা করে। মাদক ব্যবসার জন্য ওরা দুজনকে হত্যা করেছিল। ঢাকায় পার্টি অফিসের সামনে বিএনপির মামুন মাহমুদের ওপর চাকু দিয়ে আক্রমণ করেছিল। তাকে আশপাশের মানুষ রক্ষা করে। মামুন যদি মারা যেত তাহলে কুচক্রীরা হয়তো আমাদের ওপর দোষ চাপাত যেভাবে ত্বকী হত্যার পর এখন আমাদের ওপর দোষ চাপিয়েছে। পরে পুলিশ তদন্ত করে সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে রিফাতের সম্পৃক্ততা পায়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক কাউন্সিলর মহানগর আওয়ামী লীগ নেতা ইফতেখার আলম খোকন, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর