সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনাসহ চার মামলায় জামিন পেয়েছেন এ নির্বাচনের বিএনপিপন্থি সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থীসহ ১১ জন। গতকাল বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন দেন। তাদের মধ্যে তিন মামলায় জামিন পেয়েছেন সভাপতি প্রার্থী মাহববু উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল। অন্য মামলায় জামিন পাওয়া আইনজীবীরা হলেন মঞ্জুরুল আলম সুজন, মাহফুজ বিন ইউসুফ, নুরে আলম সিদ্দিকী সোহাগ, মাহদিন চৌধুরী, গোলাম আক্তার জাকির, কামরুল ইসলাম সজল, কামরুল ইসলাম, মোক্তার কবির খান, আশরাফ উজ জামান খান, কাজী জয়নাল আবেদীন ও মাহবুবুর রহমান খান। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল। পরে রুহুল কুদ্দুস কাজল জানান, আদালত আট সপ্তাহের অথবা পুলিশ রিপোর্ট দাখিল করা পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। উল্লেখ্য, ১৪ মার্চ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ব্যালট ছিনতাই ও হট্টগোলের ঘটনায় ১৫ মার্চ বিএনপির শতাধিক আইনজীবীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান। একই অভিযোগে সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান আরেকটি মামলা করেন। এরপর ১৬ মার্চ পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় আরেকটি মামলা করে।