বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রাজধানীতে বাস-ট্রেন সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বাস-ট্রেন সংঘর্ষ

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় গতকাল রাতে ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি খালি বাসের সংঘর্ষ হয় -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষ ঘটছে। গতকাল রাত ৯টা ২ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। শুরু করেন উদ্ধার কাজ। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা ২ মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রেনের সংঘর্ষ ঘটেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কোনো হতাহতের খবর আমাদের কাছে আসেনি। জানা গেছে, মালিবাগ রেলক্রসিংয়ের পাশেই সোহাগ পরিবহনের প্রধান কাউন্টার। ৯টা ২ মিনিটের দিকে সোহাগ পরিবহনের একটি বাস ইউটার্ন করাচ্ছিলেন চালক। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে বিকট শব্দে ধাক্কা লাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়। জানা গেছে, লালমনি এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে লালমনিরহাটের দিকে ছেড়ে যাচ্ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর