বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এক অসহনীয় ঘোর দুর্দিন চলছে। দেশের মানুষকে নির্বাক করে রাখতে রাষ্ট্রযন্ত্রকে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে। গণতন্ত্রের কালো দিবস (হুসেইন মুহম্মদ এরশাদের অবৈধ ক্ষমতা দখল) উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এ দিনে সামরিক ফরমান জারি করে শহীদ জিয়ার পুনরুজ্জীবিত বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। কেড়ে নেওয়া হয়েছিল বাক, ব্যক্তি, বিবেক, মুদ্রণ ও সমাবেশের স্বাধীনতাসহ মানুষের সব নাগরিক স্বাধীনতা। বিএনপি মহাসচিব বলেন, সেই স্বৈরশাসকের সঙ্গে অভিন্ন বৈশিষ্ট্যের বর্তমান অগণতান্ত্রিক শাসকগোষ্ঠীর আঁতাত পুনরায় বহুমাত্রিক গণতন্ত্রের পথচলাকে আটকিয়ে দিয়ে দেশের মানুষকে খাঁচায় বন্দি করে।
দেশে এখন মানুষের বাক, ব্যক্তি, মতপ্রকাশের স্বাধীনতাসহ সব নাগরিক স্বাধীনতা পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির এই নেতা বলেন, বর্তমান ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী একনায়কতান্ত্রিক অবৈধ সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে জনগণের পার্লামেন্ট ও সরকার প্রতিষ্ঠার জন্য দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।