ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সঙ্গে থাকার ‘অপরাধে’ তিন সাংবাদিকের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌর শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে। এলাকার সাতরং ফ্যাশনের মালিক সোহাগ মিয়ার নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।
হামলার শিকার সাংবাদিকরা হলেন দৈনিক যায়যায়দিনের হান্নান খাদেম, বাংলাদেশ বুলেটিনের রুবেল আহমেদ ও দৈনিক দেশ রূপান্তরের জালাল হোসেন মামুন। এ ঘটনায় রুবেল আহমেদ বাদী হয়ে শুক্রবার রাতেই ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে। হামলার শিকার সাংবাদিক হান্নান খাদেম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।