রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. ইয়াছিন দেওয়ান ওরফে লিটন খাঁ, মো. মামুন, মো. সুজন শিকদার ও মো. পলাশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই প্রাইভেট কার, দুটি মোটরসাইকেল ও একটি স্কুটি উদ্ধার করা হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার এস এম হাসান সিদ্দিকী এসব তথ্য জানান।
উদ্ধারকৃত যানবাহনগুলো ঢাকাসহ আশপাশের এলাকা থেকে চুরি করে বিক্রির জন্য নিজেদের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হয়েছে।