বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মার্কেট বিপণিবিতানে অগ্নিকান্ড রোধ করতে সিএমপির অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

মার্কেট ও বিপণিবিতানে অগ্নিকান্ড রোধে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি চারটি অনুরোধ করা হয়েছে। গতকাল সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক চিঠিতে ব্যবসায়ীদের এ অনুরোধ করা হয়। সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘ঢাকার কয়েকটি মার্কেট ও বিপণিবিতানে অগ্নিকান্ডের ঘটনায় শত শত ব্যবসায়ী সর্বস্বান্ত হয়েছেন। ঢাকার মতো দুর্ঘটনা যাতে চট্টগ্রামেও না ঘটে এ জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। মার্কেট ও বিপণিবিতানে সার্বিক সহযোগিতার জন্য সিএমপির প্রত্যেক ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ সিএমপির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকার বঙ্গবাজার, নিউ সুপার মার্কেটসহ বিপণিবিতান ও পাইকারি ব্যবসার আড়তে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। চট্টগ্রামেও কিছু মার্কেট ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। তাই বিপণিবিতান ও মার্কেটগুলোতে নিম্নলিখিত বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। যার মধ্যে রয়েছে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা প্রহরী নিযুক্ত করা, রাতের সময়ে বিশেষ করে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর সমিতির সদস্যদের পালাক্রমে নিযুক্ত করা হয়েছে।

 প্রযোজ্য স্থানে সিসি ক্যামেরা স্থাপন করে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা করা, পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপক সরঞ্জামাদির  ব্যবস্থা রাখা, ফায়ার সার্ভিসের গাড়ি যেন সহজেই মার্কেটে আসা-যাওয়া করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করা’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর