প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী দেশের কোনো দুর্যোগেই বিচলিত হন না। তিনি ধৈর্যসহকারে দুর্যোগ মোকাবিলা করে থাকেন। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের পাশে থাকেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও রাজনীতিকদের সঙ্গে মতবিনিময় সভায় গতকাল তিনি এসব কথা বলেন। শহীদ উল্লা খন্দকার আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহযোগিতা করা হচ্ছে। ঘাঘর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরও প্রাথমিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরে এখানকার ব্যবসায়ীদের জন্য নতুন কিছু করার চিন্তা করেছেন। আমি তাঁর নির্দেশে এখানে এসেছি। বোরো মৌসুমে দ্রুত ধান কাটার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে কোটালীপাড়া-টুঙ্গিপাড়ায় চারটি হারভেস্টার মেশিন দিয়েছেন। এই মেশিন দিয়ে বিনামূল্যে দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা ভবেন্দ্রনাথ বিশ্বাস, আয়নাল হোসেন শেখ, মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, আবদুল খালেক হাওলাদার, মতিয়ার রহমান হাজরা, মোস্তফা কামাল, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, মেহেদী হাসান মুন, রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, শনিবার রাতে ঘাঘর বাজারে অগ্নিকাণ্ডে ৩৪টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাংক ঋণ মওকুফসহ সরকারিভাবে সহযোগিতা না করলে পথে বসতে হবে। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ করা হয়।