ঈদের ছুটির পর দুই দিনের লেনদেনেই সূচক বেড়েছে শেয়ারবাজারে। দ্বিতীয় দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণে বড় উত্থান হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিনে দুই স্টকের লেনদেন পরিমাণ বেড়েছে। ডিএসইর লেনদেন ৭০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। সিএসইর লেনদেন ১১ কোটি টাকার ঘরে এসেছে। উভয় স্টকে কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। ঈদের পরে দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে ৭১৩ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫২ দশমিক ১৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩টি এবং কমেছে ৫৩টির।
শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২০৬টির। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইউনিক হোটেল। ১ টাকা ২০ পয়সা কমে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ৮২ টাকা ১০ পয়সা। লেনদেনে দ্বিতীয় শীর্ষ কোম্পানি ছিল জেনেক্স ইনফোসিস ও তৃতীয় শীর্ষ প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১১ কোটি ৩ লাখ টাকার শেয়ার। আগের দিন সোমবার ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৮টির এবং পরিবর্তন হয়নি ৮৪টির। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪১ দশমিক ১৮ পয়েন্টে।