বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনকে ‘উচ্ছেদের হুঁশিয়ারি’ দেওয়ার প্রতিবাদে গতকাল সকালে শুরু হয়েছে ধরনা, শান্তিপূর্ণ অবস্থান।
একদিকে ছবি আঁকা, অন্যদিকে গান- এ দুইয়ের মধ্য দিয়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। অমর্ত্য সেনের ‘প্রতীচী’ বাড়ির কাছেই মঞ্চ বানিয়ে চলছে এ প্রতিবাদ।
মঞ্চে অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্যসহ বিদ্বজ্জনদের একাংশ। উপস্থিত রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ অসিত মালসহ বিধায়ক ও তৃণমূলের বীরভূম জেলার কোর কমিটির সদস্যরা।
মঞ্চের এক পাশেই ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন অমানুষ দগ্ধ করছে’- এমনই একটি আঁকা ছবির মাধ্যমে প্রতিবাদ করেন চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য।