রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

অমর্ত্য সেনের বাড়ির সামনে ছবি এঁকে গান গেয়ে প্রতিবাদ

কলকাতা প্রতিনিধি

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনকে ‘উচ্ছেদের হুঁশিয়ারি’ দেওয়ার প্রতিবাদে গতকাল সকালে শুরু হয়েছে ধরনা, শান্তিপূর্ণ অবস্থান।

একদিকে ছবি আঁকা, অন্যদিকে গান- এ দুইয়ের মধ্য দিয়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। অমর্ত্য সেনের ‘প্রতীচী’ বাড়ির কাছেই মঞ্চ বানিয়ে চলছে এ প্রতিবাদ।

মঞ্চে অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্যসহ বিদ্বজ্জনদের একাংশ। উপস্থিত রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ অসিত মালসহ বিধায়ক ও তৃণমূলের বীরভূম জেলার কোর কমিটির সদস্যরা।

মঞ্চের এক পাশেই ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন অমানুষ দগ্ধ করছে’- এমনই একটি আঁকা ছবির মাধ্যমে প্রতিবাদ করেন চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর