শিরোনাম
সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উপজেলা সদরে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় গভীর রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা মিজানুর রহমান জানান, শনিবার রাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে আমার বাড়িতে সভা চলছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগের আরেকটি পক্ষের কিছু উচ্ছৃঙ্খল কর্মিসভাস্থলে আসার পথে আমার নেতা-কর্মীদের ওপর হামলা করে। এ সময় চৌদ্দগ্রাম ট্রেনিং সেন্টারসহ চৌদ্দগ্রাম বাজারে আমাদের নেতা-কর্মীরা মিছিল বের করলে তারা পালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আমার ৮-১০ নেতা-কর্মী আহত হন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, দুই গ্রুপের মধ্যে উত্তেজনার কারণে সাময়িক যানবাহন চলাচল বিঘ্নিত হলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর