শুক্রবার, ১২ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পিঁয়াজের উৎপাদন বাড়াতে ১৬ কোটি টাকার প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক

গ্রীষ্মকালীন পিঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ১৬ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে। ১৯ জেলার ১৮ হাজার কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন। এতে একজন কৃষক ১ বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। এ-সংক্রান্ত সরকারি আদেশ গতকাল জারি করেছে কৃষি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হবে। কৃষি মন্ত্রণালয় জানায়, ভরা মৌসুমে দেশে পর্যাপ্ত পিঁয়াজ উৎপাদন হয়, কিন্তু সংরক্ষণের প্রযুক্তি না থাকায় অনেক পিঁয়াজ নষ্ট হয়ে যায়। এজন্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে পণ্যটি আমদানি করতে হয়। আর এ আমদানিনির্ভরতা কমাতে কৃষি মন্ত্রণালয় রোডম্যাপ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে দুই বছর ধরে গ্রীষ্মকালীন পিঁয়াজের উৎপাদন বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে দুই বছর আগে যেখানে গ্রীষ্মকালীন পিঁয়াজের উৎপাদন ছিল মাত্র ৩০০ টন, তা এ বছর ৩৯ হাজার ৮০০ টনে উন্নীত হয়েছে। দুই বছরে উৎপাদন বেড়েছে ৩৯ হাজার ৫০০ টন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর