শুক্রবার, ১২ মে, ২০২৩ ০০:০০ টা

মা ও ছেলে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর মিরাবাজারে মা ও ছেলেকে খুনের মামলায় স্বামী-স্ত্রীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূইয়া এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডাদেশপ্রাপ্তরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা ইউসুফ খান ও তার কথিত স্ত্রী তানিয়া বেগম। রায় ঘোষণার সময় আদালতে দুই অভিযুক্ত উপস্থিত ছিলেন। তানিয়া নিহত গৃহকর্ত্রী রোকেয়া বেগমের বাসায় গৃহকর্মী ছিলেন। আদালতের রায়ের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. জোবায়ের বখ্ত। আদালতসূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ এপ্রিল সিলেট নগরীর মিরাবাজার খারপাড়ায় একটি বাসা থেকে রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলামের (১৬) লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া বাসা থেকে উদ্ধার করা হয় রোকেয়ার পাঁচ বছর বয়সী মেয়ে রাইসা ইসলামকে। এ ঘটনায় নিহতের ভাই মো. জাকির হোসেন ওই দিন সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। রোকেয়ার বাসায় গৃহকর্মী ছিলেন তানিয়া। একপর্যায়ে রোকেয়ার সঙ্গে মনোমালিন্যের জেরে কাজ ছেড়ে চলে যান তানিয়া। এরপর তানিয়া তার স্বামী ইউসুফকে নিয়ে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মা-ছেলেকে খাইয়ে কুপিয়ে খুন করে বিছানায় ফেলে যান।

 এ সময় শিশু রাইসাকেও শ্বাসরোধে খুন করার চেষ্টা করেন তারা। একপর্যায়ে ওই শিশু অচেতন হয়ে পড়লে মৃত ভেবে ফেলে রেখে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর