বুধবার, ১৭ মে, ২০২৩ ০০:০০ টা

রাজধানীর ৫৩ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক সংকেত

সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

দেশের সবখানে ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগলেও রাজধানী ঢাকার ট্রাফিক সিগন্যাল এখনো চলছে অ্যানালগ পদ্ধতিতে। ট্রাফিক পুলিশের হাতের ইশারায় থেমে যায় যানবাহন। অনেক ক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণে রশ্মিও (রঙিন আলো) ব্যবহার করছে ট্রাফিক পুলিশ। স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল না থাকায় পরিবহনব্যবস্থায় বিশৃঙ্খলা বিরাজ করছে। এ অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৫৩টি স্থানে ভৌত অবকঠামো নির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেত বসাবে সংস্থাটি। ডিপিপি কার্যক্রম শেষে প্রকল্পটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। গতকাল ডিএসসিসি নগর ভবনে ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় তিন বছর’ শীর্ষক সংবাদ সম্মেলন করেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সেখানে তিনি গত তিন বছরের উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে জানাতে গিয়ে এসব পরিকল্পনার কথা বলেন। সংবাদ সম্মেলনে তাপস বলেন, সচল ঢাকা গড়তে বিদ্যমান সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, পথচারী পারাপারে সেতু নির্মাণ, পরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়ন, অবৈধ দখলদারদের সড়ক ও হেঁটে চলার পথ থেকে উচ্ছেদ, বাস টার্মিনাল সংস্কার ও নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়া হচ্ছে। তাপস বলেন, শূন্য সহনশীলতা আছে বলেই গত তিন বছরে দুর্নীতি, অনিয়মসহ নানা অপরাধে শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় জনবলে ঘাটতি থাকায় ভারী গাড়ির ১০৯ জন চালকসহ ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। ফলে নাগরিক সেবা ও করপোরেশনের নিয়মিত কাজে যেমন গতি এসেছে, তেমনি বেড়েছে তদারকি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের হার। বিধায় দুর্নীতি কমেছে, বেড়েছে রাজস্ব। ডিএসসিসি মেয়র বলেন, আমরা যেমন দীর্ঘদিন ধরে অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হওয়া ফুলবাড়িয়া সুপার মার্কেট, সুন্দরবন স্কয়ার মার্কেটসহ অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের অবৈধ দখলদার উচ্ছেদ করেছি, তেমনি দখলমুক্ত করা হয়েছে বুড়িগঙ্গা আদি চ্যানেল ঘিরে গড়ে ওঠা কয়েক ডজন অবৈধ বহুতল ভবন ও স্থাপনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর