শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫০ হাজার টন

ইমরান এমি, চট্টগ্রাম

চট্টগ্রাম বিভাগে বোরো মৌসুমে ৫০ হাজার মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার। প্রান্তিক কৃষকদের কাছ থেকে খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে প্রতি কেজি ৩০ টাকা দরে এ ধান কেনা হবে। ৭ মে থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। গত মৌসুমে এ অঞ্চলে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। কৃষকদের অভিযোগ,  ভেজা, চিটাসহ নানা অজুহাতে তাদের ধান নেওয়া হয়নি। এ ছাড়া খোলা বাজারে এতকিছু দেখা হয় না, দামও বেশি পাওয়া যায়। ফলে খোলা বাজারে ধান বিক্রির দিকে ঝুঁকছেন তারা। খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক দোলন দেব বলেন, ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষকদের নির্বাচন করা হয়। মূলত কৃষকরা যেন নায্য দাম পায় সে জন্য এ উদ্যোগ। চট্টগ্রামের ১৫ উপজেলা ও নগরের তিন থানা মিলে এবার বোরো মৌসুমে ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ১১৭ টন। চট্টগ্রামে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৫ টন। রাঙামাটির ১২ উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ২১ হাজার ২৯৮ টন ও ক্রয়ের লক্ষ্যমাত্রা ৬৬৮ টন।

 খাগড়াছড়ির নয় উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৩ হাজার ১২৯ টন ও ক্রয়ের লক্ষ্যমাত্রা ৪২৫ টন। বান্দরবানের সাত উপজেলার উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার ৬৪৮ টন ও ক্রয়ের লক্ষ্যমাত্রা ৫০৬ টন। নোয়াখালীর নয় উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৭৯ হাজার ৬৫৬ টন ও ক্রয়ের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৭০৮ টন। লক্ষ্মীপুরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৯১ হাজার ৩৫১ টন ও ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৪৫২ টন। ফেনীর ছয় উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৯ হাজার ৭৪৩ টন ও ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৩০৩ টন। কুমিল্লার ১৭ উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০ লাখ ৩৯ হাজার ৪০৮ টন ও ক্রয়ের লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩১৯ টন। চাঁদপুরের আট উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ ৬২ হাজার ২১৯ টন ও ক্রয়ের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৩৬১ টন। বি-বাড়িয়ার নয় উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ লাখ ১০ হাজার ২০৭ টন ও ক্রয়ের লক্ষ্যমাত্রা ৯ হাজার ১০০ টন। কক্সবাজারে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ৪ হাজার ১৯৫ টন।

সর্বশেষ খবর