শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা

মা হারানো সাত বছরের শিশুকে নানির জিম্মায় দিলেন হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

পাবনার মা হারানো সাত বছরের এক কন্যা শিশুকে নানির জিম্মায় দিয়েছেন হাই কোর্ট। গতকাল এ-সংক্রান্ত এক আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে শিশুটি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত নানির জিম্মায় থাকবেন। আর ভরণপোষণ দিতে হবে শিশুটির বাবাকে। আদালতে নানি জাহানারা বেগমের পক্ষে আইনজীবী ছিলেন মো. আবদুল হাই সরকার। বাবা মো. ফজলে রাব্বীর পক্ষে আইনজীবী ছিলেন মো. শহীদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন (মানিক)। বাবাকে শিশুটির ভরণপোষণ দিতে হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। 

 মামলা সূত্রে জানা গেছে, শিশুটির মা আইরিন পারভীন ২০১৯ সালের ১০ জুন মারা যান। পাঁচ বছর বয়স থেকে শিশুটির খালা ও নানির কাছে আদালতের আদেশে বসবাস করছিল। এর মধ্যে তার বাবা পুনরায় আদালতে রিভিশন আবেদন করলে পাবনার অতিরিক্ত দ্বিতীয় দায়রা আদালত শিশুটিকে বাবার জিম্মায় দেন। পরে নানি জাহানারা বেগম সেই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে কোয়াশমেন্ট (বিচারিক আদালতের রায় বাতিল চেয়ে) আবেদন করেন। হাই কোর্ট রুল জারি করে ও শিশুসহ বাবাকে এবং নানিকে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেন। সে অনুসারে গতকাল উভয়পক্ষ হাজির হন। এরপর আদালত শিশুর কাছে জানতে চান, সে কার কাছে থাকতে চায়। জবাবে শিশুটি নানির কাছে থাকার কথা বলেন। এরপর হাই কোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে শিশুটিকে নানির জিম্মায় দেন। সেই সঙ্গে শিশুটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত নানির কাছে বড় হবে বলেও আদেশ দেন।

সর্বশেষ খবর