শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা

ঢাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ ২১ মে থেকে কার্যকর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ১৫ টাকা ও সর্বোচ্চ ৫৫ টাকায় ক্যাম্পাসের ভিতরে চলাচল করতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা। ২১ মে থেকে এ ভাড়া কার্যকর হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানের অফিসে গিয়ে রিকশা ভাড়া সম্পর্কিত প্রস্তাব করেন। পরে প্রশাসন থেকে রিকশা ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, নির্ধারিত ভাড়া কার্যকর করতে প্রাথমিকভাবে ১০০ রিকশাচালককে নির্ধারিত পোশাক দেওয়া হবে। নির্দিষ্ট স্টপেজে ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হবে। প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, রিকশা ভাড়া নিয়ে অনেক অভিযোগ এসেছে। অনেক সময় রিকশাওয়ালারা বেশি ভাড়া দাবি করেন। বিশেষ করে মেয়েদের থেকে। এরই প্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এটির দেখভাল ও কার্যকর বিশ্ববিদ্যালয় প্রশাসনই করবে বলে জানান প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান। ক্যাম্পাসের মধ্যে বহিরাগত যান চলাচলেও নিয়ন্ত্রণ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে তানভীর হাসান সৈকত বলেন, অনেক দিন থেকে শিক্ষার্থী এবং রিকশাচালকদের সঙ্গে আলাপ-আলোচনা করে আজকে অফিসিয়ালি প্রক্টর স্যারের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাতেই বিলবোর্ড লাগিয়ে দেওয়া হবে। নির্ধারিত পোশাক শনিবার রিকশাচালকরা পেয়ে যাবেন। রবিবার থেকে চালু হবে নির্ধারিত রিকশা ভাড়া।

সর্বশেষ খবর