শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

আত্তীকৃত শিক্ষকদের পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

সরকারি করা কলেজে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের বেসরকারি আমলে প্রাপ্ত স্ব স্ব গ্রেড ও স্কেল বহাল রেখে বেতন-ভাতা নির্ধারণ, সহকারী অধ্যাপক (নন ক্যাডার), সহযোগী অধ্যাপক (নন ক্যাডার), অধ্যাপক (নন ক্যাডার) পদে পদোন্নতির উপবিধি প্রণয়ন করে দ্রুত পদোন্নতিসহ পাঁচ দফা দাবি করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)। গতকাল রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় এসব দাবি বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করা হয়। সভায় শিক্ষক-কর্মচারীদের বেসরকারি আমলের চাকরিকালের শতভাগ সময় সরকারি চাকরিকাল হিসেবে গণনা করে বেতন-ভাতা ও জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি, পেনশন ও ছুটি কার্যকর করা, আত্তীকৃত কলেজগুলোতে বদলির সুযোগ রাখা ও অতিদ্রুত শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। 

শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। মো. কামরুল হাছান পাঠান ও মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডুলাইট পাবলিকেশন্সের চেয়ারম্যান প্রকৌশলী মিলটন চৌধুরী, স্কপের যুগ্ম সমন্বয়ক  মিসেস শামীম আরা। সভায় আরও বক্তৃতা করেন জাকারিয়া মাহমুদ, দিপু কুমার ঘোপ, আ ন ম রিয়াজ উদ্দিন, মো. রফিকুল ইসলাম, আবদুল হক, মহিউদ্দিন বাবুল, ইফতেখার আলম, ভূইয়া মহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. ইলিয়াস মাহবুবুল মাওলা, মো. শাহ আলম, মো. রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির নেতারা। সভায় আরও বক্তৃতা করেন বিভিন্ন জেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক, বিভাগীয় কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর