শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

লড়াই করে মুক্তি আদায় করতে হবে : সাকি

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংগ্রাম ও লড়াই করেই দেশের মানুষের মুক্তি আদায় করতে হবে। তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ। সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যতে নির্ধারণ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল গণসংহতি আন্দোলন আয়োজিত ‘রাজনৈতিক সংকট ও রাষ্ট্রের গতিপথ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের দেশে দর্শনের দারিদ্র্য বড় দারিদ্র্য। নৈতিকতার সংকট বড় সংকট। আমরা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান নিরাপদ করতে চাই। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- মানুষ ভোট চোর ভোট ডাকাতদের ক্ষমা করে না’। রংপুরবাসী প্রধানমন্ত্রীর সেই কথা রেখেছে। প্রধানমন্ত্রীর নৌকা প্রতীককে তারা চার নম্বরে নামিয়ে দিয়েছে।

গাজীপুরের পরিস্থিতি একটু ভিন্ন। তবে এখানেও মানুষের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ পেয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর