রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি বাতিল করে ওই গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলের শিল্প কলকারখানা ও আবাসিক সংযোগ দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে গতকাল বেলা ১২টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা সন্তু মিত্র, ইমাম হোসেন খোকন, মানিক হাওলাদার, দুলাল মল্লিক ও শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তারা অবিলম্বে ওই চুক্তি বাতিল করে ভোলার গ্যাস বরিশালে সরবরাহের দাবি জানান। এই দাবিতে বরিশাল থেকে ভোলা রোড মার্চ-লং মার্চের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেন তারা।

 

 

সর্বশেষ খবর