শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা

সাবেক মন্ত্রী আফছারুল আমীনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম

সাবেক মন্ত্রী আফছারুল আমীনের ইন্তেকাল

সাবেক মন্ত্রী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. আফছারুল আমীন আর নেই। গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ রাজনীতিবিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সংসদ্যরা। আজ সকাল ১০টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম জানাজা শেষে আওয়ামী লীগ তাঁকে দলীয়ভাবে শ্রদ্ধা জানাবে। এরপর ডা. আফছারুল আমীনের লাশ হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়া হবে। বাদ আসর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা ও নগরের কাট্টলী ফজলুল হাজেরা কলেজ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পাশাপাশি তিনবারের সংসদ সদস্য সাবেক নৌপরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাবুদ্দিন, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, সিপিবি সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর