শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা

খুলনায় বাজুস নির্বাচনে ২২ পরিচালক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) খুলনা জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে (২০২৩-২০২৫) ২২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নির্বাচন পরিচালনা বোর্ড চেয়ারম্যান গোপী কিষণ মুন্ধড়া ফল ঘোষণা করেন। নির্বাচনে প্রথম হয়েছেন স্যাম ভক্ত, দ্বিতীয় পরিতোষ চন্দ্র দত্ত, তৃতীয় সমরেশ সাহা, চতুর্থ শিবনাথ ভক্ত, বাসুদেব কর্মকার পঞ্চম ও পরিমল কুমার মজুমদার ষষ্ঠ হয়েছেন।

এ ছাড়া নির্বাচিতরা হলেন- রাম চন্দ্র পোদ্দার, অসীত চক্রবর্তী, বিজন দত্ত, জি এম মাহাবুবুর রহমান, শংকর কর্মকার, লক্ষণ কুমার দত্ত, আজিজুর রহমান, শ্যামচন্দ্র পোদ্দার, অজয় কুমার বকসি, প্রাণজয় দাস মিঠু, মশিউর রহমান, প্রকাশ কুমার সাহা, শেখ শওকত আলী, মো. আক্তার দেওয়ান, মানস দত্ত ও প্রলয় রায়।

নির্বাচিতরা পরবর্তীতে ভোটের মাধ্যমে একজন সভাপতি, চারজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, পাঁচজন সহসম্পাদক ও একজন কোষাধ্যক্ষ নির্বাচন করবেন। নির্বাচনে ১৫২ জন ভোটারের মধ্যে সবাই ভোট দেন।

স্থানীয় বাজুস নেতৃবৃন্দ বলেন, বাজুস সভাপতি ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্প আলোর মুখ দেখেছে। বাজুস সভাপতির নেতৃত্বে জুয়েলারি ব্যবসায়ীরা এক ছাতার নিচে এসেছে। তাঁর নির্দেশনা অনুযায়ী উন্নত সমৃদ্ধ দেশ গড়তে আমরা একত্রিত হয়ে কাজ করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর