প্রথমবারের মতো অফিস পাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আজ বিকালে এ কার্যালয়ের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয় না থাকায় বিভিন্ন সভা-সমাবেশে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় নেতারা। অবশেষে স্থায়ী ঠিকানা হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সাংগঠনিক জেলার।
গতকাল ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহেমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক লাবণ্য ভূঁইয়া প্রমুখ। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষারও এ সময় উপস্থিত ছিলেন। পনিরুজ্জামান তরুণ বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা করে দিচ্ছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা তার কাছে কৃতজ্ঞ। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম বেগবান করে ঢাকা জেলার পাঁচটি আসন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        