শিরোনাম
রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

বাজেট প্রত্যাখ্যান করে বাসদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে দলটি। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার ঘোষিত বাজেট অতীত বাজেটের মতো গরিবকে শোষণ করে ধনীকে তোষণ করার নীতি বহাল রেখেছে। ধনীর সম্পদে ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি টাকার স্থায়ী সম্পদে সারচার্জ আরোপ আর অন্যদিকে করারোপের সীমা ৩ লাখ টাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা বাড়ানো বৈষম্যমূলক। করযোগ্য না হওয়ার পরও রিটার্ন জমায় ২০০০ টাকা বাধ্যতামূলক করারোপ অযৌক্তিক ও অনৈতিক। বাজেটের মাধ্যমে সরকার রাষ্ট্রের ধনী তোষণের এবং গরিব, নিম্নবিত্ত ও মধ্যবিত্তকে শোষণ করার অগণতান্ত্রিক চেহারা উন্মোচন করেছে। বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস ও ছাত্র ফ্রন্ট সভাপতি মুক্তা বাড়ৈ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর