শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় আগুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে পাইনাদী নতুন মহল্লা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফজর আলী গার্ডেন সিটির পঞ্চম তলায় কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল সকাল ৬টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পোশাক কারখানার কাপড় ও বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানার আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। আদমজী ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় হাজীগঞ্জ ও ডেমরা থেকে ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়। আগুনের খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ক্ষতিগ্রস্ত কারখানার আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা জানান, খবর পাওয়া মাত্রই চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। কারখানাটি তালাবদ্ধ থাকায় ফায়ার সার্ভিসকর্মীদের তালা ভেঙে ভিতরে ঢুকতে হয়েছে। ১০ হাজার বর্গফুটের কারখানাটিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর