রাজশাহীতে নির্বাচন কর্মকর্তার বাসায় দেখা করতে গিয়ে আটক আওয়ামী লীগ নেতা মীর ইশতিয়াক আহমেদ লিমনকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে তার বাবা রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। মীর ইশতিয়াক আহমেদ লিমন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রবিবার রাত ৯টার দিকে তিনি সিটি নির্বাচনের ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনের বাসায় এসেছিলেন। এ সময় বাইরে থেকে মহানগর ও রাজশাহী কলেজ ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা তাকে অবরুদ্ধ করেন। লিমন ও নির্বাচন কর্মকর্তার নামে নানা রকম স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আওয়ামী লীগ নেতাকে গালাগাল করেন। এ সময় লিমনের বাবা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ঘটনাস্থলে আসলে তাকে ধাক্কা দেওয়া হয়। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রলীগ নেতাদের অভিযোগ, নির্বাচনে একজন কাউন্সিলরের পক্ষে নির্বাচন প্রভাবিত করতে লিমন নির্বাচন কর্মকর্তার বাড়িতে টাকা নিয়ে ঢুকেছেন। রাত ১২টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ওই বাসা থেকে মীর ইশতিয়াক আহমেদ লিমনকে উদ্ধার করে বোয়ালিয়া থানায় নিয়ে যান। এর আগে বাড়িটিতে তল্লাশি চালানো হয়। রাতভর লিমন থানাতেই ছিলেন। রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, মীর ইশতিয়াক আহমেদ লিমন শুধু তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি জানতে চেয়েছেন নির্বাচন নিরপেক্ষ হবে কি না। তিনি তাকে জানিয়ে দিয়েছেন নির্বাচন নিরপেক্ষ হবে। এ ছাড়া তার সঙ্গে কোনো কথা হয়নি। তিনিই পুলিশকে খবর দিয়েছেন। স্বচ্ছতা যাচাইয়ে বাড়িও তল্লাশি করিয়েছেন। বোয়ালিয়া থানার ওসি বলেন, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে মীর ইশতিয়াক আহমেদ লিমনকে আটক করা হয়েছিল, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ জন্য তার বাবা রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
রাতভর আওয়ামী লীগ নেতাকে আটকে ছাত্রলীগের নাটক, সকালে মুক্ত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর