রাজশাহীতে নির্বাচন কর্মকর্তার বাসায় দেখা করতে গিয়ে আটক আওয়ামী লীগ নেতা মীর ইশতিয়াক আহমেদ লিমনকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে তার বাবা রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। মীর ইশতিয়াক আহমেদ লিমন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রবিবার রাত ৯টার দিকে তিনি সিটি নির্বাচনের ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনের বাসায় এসেছিলেন। এ সময় বাইরে থেকে মহানগর ও রাজশাহী কলেজ ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা তাকে অবরুদ্ধ করেন। লিমন ও নির্বাচন কর্মকর্তার নামে নানা রকম স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আওয়ামী লীগ নেতাকে গালাগাল করেন। এ সময় লিমনের বাবা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ঘটনাস্থলে আসলে তাকে ধাক্কা দেওয়া হয়। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রলীগ নেতাদের অভিযোগ, নির্বাচনে একজন কাউন্সিলরের পক্ষে নির্বাচন প্রভাবিত করতে লিমন নির্বাচন কর্মকর্তার বাড়িতে টাকা নিয়ে ঢুকেছেন। রাত ১২টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ওই বাসা থেকে মীর ইশতিয়াক আহমেদ লিমনকে উদ্ধার করে বোয়ালিয়া থানায় নিয়ে যান। এর আগে বাড়িটিতে তল্লাশি চালানো হয়। রাতভর লিমন থানাতেই ছিলেন। রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, মীর ইশতিয়াক আহমেদ লিমন শুধু তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি জানতে চেয়েছেন নির্বাচন নিরপেক্ষ হবে কি না। তিনি তাকে জানিয়ে দিয়েছেন নির্বাচন নিরপেক্ষ হবে। এ ছাড়া তার সঙ্গে কোনো কথা হয়নি। তিনিই পুলিশকে খবর দিয়েছেন। স্বচ্ছতা যাচাইয়ে বাড়িও তল্লাশি করিয়েছেন। বোয়ালিয়া থানার ওসি বলেন, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে মীর ইশতিয়াক আহমেদ লিমনকে আটক করা হয়েছিল, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ জন্য তার বাবা রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
শিরোনাম
- চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- বাগেরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
- নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি ৯০ থেকে ৯৫ শতাংশ: ইসি সচিব
- এশিয়ান গেমসের স্বর্ণজয়ী খেলোয়াড়ের মরদেহ উদ্ধার
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩
- এমআরআই পরীক্ষা করিয়েছেন ট্রাম্প
- এনসিএল চলাকালে স্ট্রোকে বরিশালের ফিজিওর মৃত্যু
- যুক্তরাজ্যে গবেষক ভিসার খরচ আন্তর্জাতিক গড়ের তুলনায় ২২ গুণ বেশি
- ২০ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু সংবিধি পাস
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় মামলা
- প্রেসেনজা ইন্টারন্যাশনাল প্রেসের ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন
- ধানের শীষকে বিজয়ী করতে মুখ্য ভূমিকা রাখতে হবে যুবদলকে: খায়ের ভূঁইয়া
- ‘ডেডলি কম্বো’: চা ও সিগারেট একসাথে খাওয়া বাঁচার বয়স কমাতে পারে
- জাবেদের অর্থ পাচার এখনও চলছে, এস আলম-আরামিট গ্রুপের যোগসাজশ
- চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব স্ট্রোক দিবস ২০২৫ উদযাপন
- প্রাথমিকের ৫ ক্যাটাগরির পদে নিয়োগের ফল প্রকাশ
- প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বিকেলে
- সমস্যায় জর্জরিত চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম : স্বাস্থ্য উপদেষ্টা
- বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই : ইসি সচিব
- ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএনপি : সালাহউদ্দিন
রাতভর আওয়ামী লীগ নেতাকে আটকে ছাত্রলীগের নাটক, সকালে মুক্ত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর