বরিশাল-ঢাকা নৌ রুটের একটি লঞ্চে ডেক টিকিট জালিয়াতি ধরা পড়েছে। বরিশাল থেকে ঢাকাগামী এমভি পারাবত-১২ লঞ্চের নামে অবৈধভাবে টিকিট ছাপিয়ে যাত্রীদের কাছে বিক্রির চেষ্টাকালে তুহিন মোল্লা (২৭) নামে এক যুববকে আটক করে নৌ পুলিশে সোপর্দ করেছে লঞ্চের কর্মচারীরা। তার কাছ থেকে অবৈধভাবে ছাপানো এক বান্ডিল টিকিট নৌ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গতকাল সকালে ঢাকার সদরঘাটে এই ঘটনা ঘটে। ওই লঞ্চের সুপারভাইজার নজরুল ইসলাম খান জানান, পারাবত-১২ লঞ্চের একাধিক রংয়ের টিকিট রয়েছে। মঙ্গলবার রাতে বরিশাল থেকে ঢাকামুখী লঞ্চে ডেক যাত্রীদের কাছে সবুজ রঙের টিকিট বিক্রি করেন তারা। গতকাল সকালে দুজন যাত্রী সদরঘাটে নামার সময় লঞ্চের কর্মচারীদের কাছে লাল রঙের টিকিট প্রদর্শন করেন। এতে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দুই যাত্রী তাৎক্ষনিক টিকিট বিক্রেতাকে দেখিয়ে দেন। লঞ্চের কর্মচারীরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নৌ পুলিশে খবর দেন। আটক ব্যক্তির নাম তুহিন মোল্লা। তিনি বরিশাল নগরীর রূপাতলী এলাকার মেজবাউদ্দিনের ছেলে। নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আটক তুহিনকে তাদের কাছে সোপর্দ করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পারাবত-১২ লঞ্চের নামে অবৈধভাবে ছাপানো এক বান্ডিল ডেক টিকিট উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শনকারী ঢাকার সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক মো. রেজা এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তার কাছ থেকে মুড়িসহ আস্ত একটি অবৈধ টিকিট বই উদ্ধার করা হযেছে। এর মধ্যে দুটি টিকিট সে যাত্রীদের কাছে বিক্রি করেছিল। লঞ্চ কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তুহিন মোল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।