শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ছয়দলীয় জাতীয় জোটের আত্মপ্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে একটি নতুন জোটের আত্মপ্রকাশ হতে চলছে। আজ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জাতীয় জোট’ নামে নতুন এ সংগঠনের যাত্রা শুরু হবে। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে এ নির্বাচনী জোট গঠন করা হয়েছে। জোটের আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, আগামী নির্বাচনে সারা দেশে প্রার্থী দিয়ে রাজনীতির মাঠে সক্রিয় হতেই এ জোটের আত্মপ্রকাশ। আশাকরি গণতন্ত্র সচেতন জনগণ এ আহ্বানে সাড়া দেবে। জোটের সদস্য সচিব বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের তাগিদকে আরও বেগবান করতেই এ জোট গঠন। জোটভুক্ত দলগুলো হচ্ছে-বাংলাদেশ কংগ্রেস, গণঅধিকার পার্টি-পিআরপি, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ গ্রিন পার্টি, বাংলাদেশ সৎ-সংগ্রামী ভোটার পার্টি ও বাংলাদেশ বেকার সমাজ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর