সপ্তাহব্যাপী পর্যটন মেলা উপলক্ষে গত তিন দিনে কক্সবাজারের পর্যটন খাতে কমপক্ষে ৩৬০ কোটি টাকার বাণিজ্য হয়েছে। প্রতিদিন গড়ে ১ লাখ করে ৩ লাখ পর্যটক ভ্রমণে আসেন। পর্যটন সংশ্লিষ্ট খাতে এই পরিমাণ বাণিজ্য হয়েছে বলে জানান কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা। তিনি বলেন, কক্সবাজারে পর্যটক আগমনের সঠিক পরিসংখ্যান আগত পর্যটকের ব্যয় নির্ধারণ করা হয় না। প্রকৃত অর্থে সঠিক তথ্য কোথাও পাওয়া যায় না। বিভিন্ন সময় কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষে সংশ্লিষ্ট ব্যবসায়ী, আগত পর্যটকের নিয়ে পরিসংখ্যান চালানো হয়েছে। এতে দেখা গেছে, কক্সবাজারে আগত পর্যটক গড়ে কম হলেও ১০ থেকে ১৫ হাজার টাকা প্রতিদিন ব্যয় করে থাকেন। তিনি বলেন, বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবীসহ তিন দিনের টানা ছুটি ছিল। এবার ছুটিতে পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল চলছে। দেশের শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক। টানা ছুটিতে কক্সবাজারে প্রতিদিন গড়ে লাখের অধিক পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দাবি করছেন। সেই হিসাব মতে, প্রতিদিন গড়ে ১ লাখ করে তিন দিনে ৩ লাখ পর্যটক এসেছেন। আগত পর্যটক প্রতিদিন গড়ে ১২ হাজার টাকা করে ব্যয় করলে এই তিন দিনে কক্সবাজারের পর্যটন খাতে ৩৬০ কোটি টাকার বাণিজ্য হয়েছে। কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানিয়েছেন, কক্সবাজারের পাঁচ শতাধিক আবাসিক হোটেল মোটেলের টানা তিন দিন ৯৯ শতাংশ কক্ষ বুকিং ছিল। এ হিসাব মতে, প্রতিদিন গড়ে লক্ষাধিক পর্যটক কক্সবাজারে অবস্থান করেছেন। তিন দিনে তিন লক্ষাধিক পর্যটক এসেছেন। তবে গতকাল থেকে এ পর্যটক কমে গেছে। ৩০ শতাংশও পর্যটক এখন কক্সবাজারে নেই।