আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করতে আইনজীবী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের। গতকাল সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন সহযোগিতা চান। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে এম মনিরুজ্জামান কবির, অ্যাডভোকেট মো. কামাল হোসেন, অ্যাডভোকেট মো. ইকবাল করিম, অ্যাডভোকেট আসাদুজ্জামান মনির ও অ্যাডভোকেট গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদ রয়েছে। ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনে প্রার্থী পরিচিতিসভা অনুষ্ঠিত হবে ৪ মার্চ। আর ৬ ও ৭ মার্চ ভোট গ্রহণ। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বলেন, আমরা একটি স্বচ্ছ নির্বাচন করতে চাই। এ জন্য আমরা প্রধান বিচারপতির কাছে সহযোগিতা চেয়েছি। নির্বাচনের পুরো পরিবেশ নিয়ন্ত্রণে রাখা আমাদের উদ্দেশ্য। এজন্য আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছি। তাদের কাছ থেকেও পরামর্শ নিয়েছি। ২০২৪-২৫ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গত ১১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তপসিল ঘোষণা করেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল। তপসিলে আগামী ৬ ও ৭ মার্চ ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। এই নির্বাচনে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর ও জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হকের নেতৃত্বে প্যানেল ঘোষণা করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল)। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
সংক্ষিপ্ত
স্বচ্ছ নির্বাচন করতে সহায়তা চায় পরিচালনা কমিটি
৬-৭ মার্চ সুপ্রিম কোর্ট বার নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর