আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করতে আইনজীবী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের। গতকাল সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন সহযোগিতা চান। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে এম মনিরুজ্জামান কবির, অ্যাডভোকেট মো. কামাল হোসেন, অ্যাডভোকেট মো. ইকবাল করিম, অ্যাডভোকেট আসাদুজ্জামান মনির ও অ্যাডভোকেট গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদ রয়েছে। ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনে প্রার্থী পরিচিতিসভা অনুষ্ঠিত হবে ৪ মার্চ। আর ৬ ও ৭ মার্চ ভোট গ্রহণ। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বলেন, আমরা একটি স্বচ্ছ নির্বাচন করতে চাই। এ জন্য আমরা প্রধান বিচারপতির কাছে সহযোগিতা চেয়েছি। নির্বাচনের পুরো পরিবেশ নিয়ন্ত্রণে রাখা আমাদের উদ্দেশ্য। এজন্য আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছি। তাদের কাছ থেকেও পরামর্শ নিয়েছি। ২০২৪-২৫ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গত ১১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তপসিল ঘোষণা করেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল। তপসিলে আগামী ৬ ও ৭ মার্চ ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। এই নির্বাচনে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর ও জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হকের নেতৃত্বে প্যানেল ঘোষণা করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল)। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
শিরোনাম
- বাসের রেষারেষিতে জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
- রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
- ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল