বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঢাকার চার হাসপাতাল থেকে ৪১ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগরে সরকারি চার হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের ৪১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। হাসপাতালগুলো হলো- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং ঢাকা শিশু হাসপাতাল। গতকাল বেলা ১২টা থেকে শেরেবাংলা নগরের হাসপাতালগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। র?্যাব-২ এর সহযোগিতায় চলে এ অভিযান। র‌্যাব-২ জানায়, সরকারি চারটি হাসপাতালের সামনে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১৮ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে ১৫, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে থেকে ৪ এবং ঢাকা শিশু হাসপাতালের সামনে থেকে চারজনকে গ্রেফতার করা হয়। এরা ওই চার হাসপাতালে আসা রোগীদের অনেকটা জিম্মি করেই অর্থ হাতিয়ে নিত।

সর্বশেষ খবর