বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

দুই শ্রমিক হত্যায় বরখাস্ত ইউপি চেয়ারম্যান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী  গ্রামে দুই সহোদর নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানের বিরুদ্ধে ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী  গ্রামে গত ১৮ এপ্রিল দুই নির্মাণ শ্রমিক হত্যায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী ফরিদপুর জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। এদিকে ঘটনার ৩৩ দিন পার হলেও এখনো অভিযুক্ত ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত বিশ্বাসকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর