চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। তবে যেসব এলাকায় বন্যার ব্যাপকতা বেশি সেখানে পরীক্ষা পরে নেওয়া হবে। এ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সারা দেশে সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ থাকবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যেসব কেন্দ্র ও অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আছে, সেসব স্থানে শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।