চট্টগ্রামের চন্দনাইশ থানার হাশিমপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আরিফুর রহমান নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে হাশিমপুর বায়তুন নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। আরিফুর দোহাজারী পৌরসভার বাসিন্দা। চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম জানান, ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পর আরিফুর কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানিয়েছেন মুসল্লিরা। ঘটনার সময় মসজিদে কেউ না থাকায় তাকে উদ্ধার করা যায়নি। পরে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গেলে মুয়াজ্জিনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।