সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

১১০ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

আদালত প্রতিবেদক

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ১১০ বার পেছাল তদন্ত প্রতিবেদন। গতকাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও এদিন তদন্তকারী সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদনের জন্য নতুন এদিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। শেরেবাংলা নগর পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার পর ২০১২ সালের ১৮ এপ্রিল র‌্যাবকে এ মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। হত্যাকান্ডের এক যুগ পার হয়ে গেলেও মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র‌্যাব।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর