আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে পাঁচটি বাড়িঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই গ্রামের সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তদের হাত থেকে রক্ষায় ওই গ্রামের সংখ্যালঘু পরিবারগুলো রাত জেগে পাহারা দিচ্ছে। আগুনের ঘটনা ঘটেছে গত শনিবার রাতে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমতলী উপজেলার বিএনপি নেতা-কর্মীরা জমি দখল, হাট দখল, ভাঙচুর ও লুটপাটে মেতে ওঠে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে দুর্বৃত্তরা গুলিশাখালী গ্রামের সুখরঞ্জন মাঝি, সুবোধ মাঝি, সুবাস মাঝি, কৃষ্ণকান্ত গাইন ও মহাদেব দাশের ঘরবাড়িতে আগুন দেয়। ওই গ্রামের কৃষ্ণকান্ত গাইন বলেন, আগুন দেওয়ার পর গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরপর থেকে আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষকের মৃত্যুতে শোক সভা : আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সমীর কর্মকারের মৃত্যুতে গতকাল শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।