বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সভাপতি কাজী বেলায়েত হোসেনের মালিকানাধীন ছবি ফিশ প্রসেসিং ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে ১৬০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ করেছে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর। গত সোমবার গভীর রাতে নগরীর রূপসা লঞ্চঘাট নতুনবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবুল হাসান অভিযান পরিচালনা করেন।
অভিযানে ছবি ফিসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ইন্টারন্যাশনাল শিম্প্র এক্সপোর্ট লিমিটেড নামের আরেকটি কারখানা থেকে ৪০০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ করা হয়। এই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জানা যায়, চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করলেও গত ১৫ বছরে ছবি ফিসে কোনো অভিযান হয়নি। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপটন সরদার জানান, পুশ করা চিংড়ি নদীতে ফেলে ধ্বংস করা হয়।