ঢাকার ব্যস্ততম সড়ক খিলক্ষেতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আলী আসাদ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন। গতকাল দুপুর ১টায় খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকার ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশের একটি টিম কাজ করছে।